WB Police SI Armed / Unarmed Sample Question Papers. Applicants can check the WB Police SI syllabus and exam pattern for exam. The syllabus and Exam Pattern are the important factors that you need to check before going to start your exam preparation. The WB Police Recruitment Board going to conduct the written test on tentative dates. West Bengal Police has given the employment notification to hire eligible aspirants for Sub Inspector vacancies. Hence, job seekers who wish to work with can make use of previous papers given and start your preparation.
WB Police SI Questions Answers in Bengali
1. প্রতি গ্রাম শর্করার দহনে কত কিলো তাপশক্তি উৎপন্ন হয়?
A. 4.2
B. 7.2
C. 8.5
D. 7
2. জুনাগর শিলালিপি কি ভাষায় লেখা?
A. পালি
B. প্রাকৃত
C. সংস্কৃত
D. এর কোনোটিই নয়
3. ডাক ও টেলি বিভাগ কোন তালিকার অন্তর্ভুক্ত?
A. রাজ্য তালিকা
B. কেন্রীতায় তালিকা
C. যুগ্ম তালিকা
D. কোনটিই নয়
4. A Prisoner’s Scrap Book গ্রন্থটি কার লেখা?
A. এল কে আদভানি
B. অটল বিহারী বাজপাই
C. জহরলাল নেহেরু
D. কোনাটিই নয়
5. কোন তড়িৎচালক কেটলিতে জল গরম হওয়ার পদ্ধতি হলো -
A. পরিবহন
B. বিকিরণ
C. সঞ্চালন
D. পরিচালন
6. বায়ুমণ্ডলে মেঘ ভাসার কারণ হল -
A. উষ্ণতা
B. গতি
C. চাপ
D. ঘনত্ব
7. আকাশগঙ্গা বা স্বর্গদ্বার বলতে বোঝায় -
A. এলাহাবাদের গঙ্গাকে
B. হারিদ্বারের গঙ্গাকে
C. ভারতবর্ষের মিল্কিওয়ে
D. সোনালী চতুর্ভুজ
8. বায়ুর কোন উপাদান এর জন্য পরিষ্কার চুন জল ঘোলা হয়ে যায়?
A. N2
B. H2
C. Co2
D. O2
9. ক্যালামাইন আকরিক নিচের কোন মৌলটি?
A. অ্যালুমিনিয়াম
B. ক্যালসিয়াম
C. জিঙ্ক
D. ম্যাগনেসিয়াম
10. জিহ্বা ছাড়া স্বাদকোরক দেখা যায় এমন একটি স্থান হল -
A. নাক
B. মুখগহ্বর
C. আলজিহ্বা
D. গলবিল
11. সাম্যের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে?
A. 14-18 অনুচ্ছেদে
B. 19-22 অনুচ্ছেদে
C. 20-22 অনুচ্ছেদে
D. 23-24 অনুচ্ছেদে
12. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হয়েছে:
A. সংবিধানের তৃতীয় ভাগে
B. সংবিধানের চতুর্থ ভাগে
C. সংবিধানের পঞ্চম ভাগে
D. সংবিধানের ষষ্ঠ ভাগে
13. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপরেখা কে অঙ্কন করেছিলেন?
A. B N Gadgill
B. V K R V Rao
C. P C Mahalanabish
D. C N Vakil
14. আন্তর্জাতিক বাণিজ্য রক্ষী কাকে বলা হয়?
A. IMF
B. World Bank
C. WTO
D. IFC
15. কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত অংশের নাম কি?
A. হুগলি
B. হলদি
C. রূপনারায়ন
D. কংসাবতী
16. কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে শীতকালে অল্প বৃষ্টিপাত হয়?
A. দক্ষিণা
B. পশ্চিমা
C. উত্তর-পশ্চিম মৌসুমি
D. উত্তর-পূর্ব মৌসুমি
17. কংগ্রেসের মঞ্চে কে প্রথম স্বরাজ বা স্বায়ত্তশাসনের দাবি তোলেন?
A. গোপালকৃষ্ণ গোখলে
B. বালগঙ্গাধর তিলক
C. বিপিনচন্দ্র পাল
D. অ্যানি বেসান্ত
18. কোন আইন কে শ্বাসরোধক আইন বলা হত?
A. সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনকে
B. ফৌজদারি আইনকে
C. অস্ত্র আইনকে
D. সনদ আইনকে
19. পঞ্চ ক এর প্রবর্তক কে ছিলেন?
A. গুরু নানক
B. গুরু অর্জুন
C. অমর দাস
D. গুরু গোবিন্দ সিং
20. স্বাধীনতার বৃক্ষ কে রোপন করেছিলেন?
A. হায়দার আলী
B. সিরাজদুল্লাহ
C. টিপু সুলতান
D. মীরকাসেম
No comments:
Post a Comment