WBPSC Clerkship Previous Year Question 2007 in Bengali

WBPSC Clerkship Previous Year Question 2007
WBPSC Clerkship Previous Year Question 2007 in Bengali - The WBPSC applicants need to attend the Written Test, which will organize by the WB PSC. The West Bengal Public Service Commission Recruitment includes Written Test followed may be by the Interview. So, the applicants need to prepare well for showing better performance in the WBPSC Clerkship Written Exam.
Before attending the West Bengal Public Service Commission Exam, it is better to know the West Bengal Public Service Commission Syllabus & Exam Pattern and once have a look at the West Bengal Public Service Commission Clerkship Exam Sample Papers. For the sake of those sincerely preparing aspirants here is given the West Bengal Public Service Commission Clerk Model Papers. We are reducing the time to search the WB PSC Clerk Practice papers by providing the download links for each of all subjects.

WBPSC Clerkship Previous Year Question


1. জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
A. C12
B. C14
C. U235
D. U237

2. নিম্নলিখিত শব্দের কোন ধর্মের উপর স্টেথোস্কোপ কাজ করে?
A. প্রতিসরণ
B. প্রতিফলন
C. বিচ্ছুরণ
D. তরঙ্গ ধর্ম

3. কত সময়ে বার্ষিক 65% হারে 4500 টাকার সুদ 675 টাকা হয়?
A. 2 বছর
B. 2.3 বছর
C. 2.5 বছর
D. 2.25 বছর

4. কোন খনিজ আকরিকে 2% তামা আছে। 8.7 কেজি তামার জন্য কত পরিমান খনিজ আকরিক প্রয়োজন?
A. 430 কেজি
B. 435 কেজি
C. 440 কেজি
D. 445 কেজি

5. কোন সংখ্যার 10% কমালে হয় 54, শতকরা কত বাড়ালে 72 হবে?
A. 15%
B. 18%
C. 20%
D. 22%

6. রাম ও শ্যাম একটি কাজ যথাক্রমে 15 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করল। তাদের উপার্জনের অনুপাত কত?
A. 1:1
B. 3:5
C. 3:4
D. 4:3

7. রাজ তরঙ্গিনীর রচয়িতা কে?
A. কৌটিল্য
B. কলহন
C. মেগাস্থিনিস
D. বানভট্ট

8. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
A. লর্ড মাউন্টব্যাটেন
B. আবুল কালাম আজাদ
C. ডঃ রাজেন্দ্র প্রসাদ
D. চক্রবর্তী রাজাগোপালাচারী

9. ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত?
A. তেজপুর
B. দার্জিলিং
C. গুয়াহাটি
D. শিলিগুড়ি

10. 2008 সালে আমেরিকা ছাড়া আর কোন দেশ ভারতকে শান্তিপূর্ণ আণবিক প্রযুক্তি দিতে রাজি হয়েছে?
A. কানাডা
B. জাপান
C. ফ্রান্স
D. অস্ট্রেলিয়া

11. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে?
A. 355
B. 360
C. 365
D. 370

12. কোন সংখ্যার 2/7 অংশ 152 সংখ্যাটি নির্ণয় করো
A. 530
B. 532
C. 534
D. 536

13. 467.50 টাকায় কোন জিনিস বিক্রয় করে B 25 টাকা 50 পয়সা লাভ করল। শতকরা লাভের পরিমাণ কত?
A. 6.5%
B. 6.25%
C. 6%
D. 6.75%

14. কোন বস্তু বিক্রয় করে 18 শতাংশ লাভ হলো। যদি লাভের পরিমাণ 14 টাকা হয় তাহলে বস্তুটির বিক্রয়মূল্য কত?
A. 90 টাকা
B. 91.70 টাকা
C. 91 টাকা
D. 92 টাকা

15. একটি দ্রব্য 700 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত?
A. 780 টাকা
B. 800 টাকা
C. 820 টাকা
D. 840 টাকা

16. কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন?
A. প্রথম চন্দ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. সমুদ্রগুপ্ত
D. স্কন্দগুপ্ত

17. ডেকান ট্রাপ গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা?
A. আগ্নেয় শিলা
B. আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা
C. পাললিক ও রূপান্তরিত শিলা
D. রূপান্তরিত শিলা

18. ওড়িশার একটি গুরুত্বপূর্ণ বন্দর হল
A. বিশাখাপত্তনম
B. তুতিকোরিন
C. গোপালপুর
D. পারাদ্বীপ

19. 123চুক্তির নামকরণ হয়েছে
A. ক্রমিক সমঝোতার সংখ্যা অনুযায়ী
B. এক মার্কিন আইন এর নাম অনুসারে
C. নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ এর আইন অনুযায়ী
D. IAEA এর নিয়ম অনুসারে

20. নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না?
A. সোডিয়াম ক্লোরাইড
B. ব্লু ভিট্রিয়ল
C. আলাম
D. কাপড় কাচা সোডা

21. কোন এক সংকর ধাতুর মধ্যে তিন ও দস্তার অনুপাত 3:4; ওই 10.5 গ্রাম শংকর ধাতুতে টিন এর পরিমাণ কত ওর গ্রাম?
A. 4 গ্রাম
B. 5 গ্রাম
C. 4.5 গ্রাম
D. 5.5 গ্রাম

22. কিছু টাকা 5:8 অনুপাতে ভাগ করা হলো। যদি ওই টাকার প্রথম অংশ 250 টাকা হয়। তবে সমগ্র টাকার পরিমান কত?
A. 650 টাকা
B. 660 টাকা
C. 670 টাকা
D. 680 টাকা

23. P এর 25% = Q এর 20% হলে P=Q এর কত %?
A. 75%
B. 80%
C. 85%
D. 90%

24. একটি রেডিও সেটের উৎপাদন ব্যয় এর উপর পরপর দুবার 10% করে দাম বাড়ানো হলো । রেডিওটির দাম শতকরা কত বৃদ্ধি পেল?
A. 20%
B. 20.5%
C. 21%
D. 21.5%

25. বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি?
A. সিরাজউদ্দৌলা
B. মীর কাসিম
C. আলীবর্দী খাঁ
D. মুর্শিদকুলি খাঁ

26. কোন পার্টি / গোষ্ঠী গোর্খাল্যান্ড দাবি করছে?
A. GNLF
B. GJM
C. হুরিয়ত
D. CPI(ML)

27. গোদাবরী নদীর প্রধান উপনদী হল
A. ইন্দ্রাবতী
B. বেদবতী
C. ভীমা
D. সীনা

28. ভারতের চন্দ্রযান চন্দ্রায়ন এর উৎক্ষেপণ স্থানটি হল
A. পোখরান
B. শ্রী হরি কোটা
C. গোপালপুর অন সি
D. ত্রিবান্দম

29. কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে?
A. ভৌত পরিবর্তন
B. রাসায়নিক পরিবর্তন
C. ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন
D. ওপরের কোনোটিই নয়

30. কোন পরীক্ষায় রেনু 750এর মধ্যে 480 পায়। সে শতকরা কত নম্বর পেয়েছে?
A. 60%
B. 62%
C. 64%
D. 66%

31. যদি 15 জন লোক কোন কাজ 14 দিনে করতে পারে, তবে 7 জন লোক ঐ কাজ কত দিনে করবে?
A. 30 দিনে
B. 29 দিনে
C. 31 দিনে
D. 28 দিনে

32. দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ। সংখ্যা দুটির অনুপাত কত?
A. 2:4
B. 4:2
C. 3:1
D. 1:3

33. কোন পরিমাণ টাকার 5% বাদ দিলে 133 টাকায় দাঁড়ায়। ওই টাকার পরিমাণ কত?
A. 135 টাকা
B. 137 টাকা
C. 138 টাকা
D. 140 টাকা

34. স্বত্ববিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়?
A. সাতারা
B. ঝাসি
C. নাগপুর
D. সম্বলপুর

35. পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
A. পশ্চিমবঙ্গ
B. উত্তরাঞ্চল
C. কেরালা
D. মধ্যপ্রদেশ

36. সবুজ বলতে বোঝায়
A. জজ সাহেবের বেঞ্চের রং
B. নতুন জজেরা
C. ডিভিশন বেঞ্চের বহির্ভূত প্যানেল
D. যারা পরিবেশ দূষণ সংক্রান্ত কেস বিচার করেন

37. আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপতন কোণের মান কত?
A. 90 ডিগ্রি
B. 30 ডিগ্রি
C. 45 ডিগ্রি
D. 60 ডিগ্রি

38. সর্বোচ্চ সংখ্যক সামনের সারিতে রেখে কিছু সংখ্যক সৈন বর্গাকারে সাজানো হলো। সৈন্যসংখ্যা 961 হলে সামনের সারিতে কতজন সৈন্য আছে?
A. 29 জন
B. 30 জন
C. 31 জন
D. 32 জন

39. 5 লেবুর ক্রয়মূল্যে 4 টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
A. 15%
B. 20%
C. 25%
D. 30%

40. 2 কেজি আলুর দাম 6 টাকা এবং 4 কেজি পেঁয়াজের দাম 15 টাকা। আলু ও পেঁয়াজের বাজার দর এর অনুপাত কত?
A. 5:4
B. 3:2
C. 4:5
D. 2:3

No comments: