
Download the WB Public Service Commission Clerical syllabus pdf from the link at the end of the article. Hay finally you reached the destination. Yes!!! Here free downloading links to West Bengal PSC Clerk Question Papers with Answers Pdf. Download the Old Question Papers and start your preparation.
Use these WB Public Service Commission Clerical previous year question papers efficiently to get a good score in the WBPSC Clerical. For more details visit the official WB Public Service Commission website.
WB PSC Clerkship Previous Year Question Part 1 Exam
1) আনন্দমঠ এর রচয়িতা কে?
A. রবীন্দ্রনাথ
B. শরৎচন্দ্র
C. বঙ্কিমচন্দ্র
D. বিবেকানন্দ
2) নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
A. কাবেরী
B. কৃষ্ণা
C. গোদাবরী
D. তুনগা
3) সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক কে?
A. শিবরাজ পাতিল
B. মায়াবতী
C. বিলাসরাও দেশমুখ
D. অমর সিং
4) 1 ন্যানোমিটার সমান
A. 10-3 মিটার
B. 10-6 মিটার
C. 10-9 মিটার
D. 10-12 মিটার
5) একটি তড়িৎযোজী ও একটি সমযোজী যৌগের জোড় হলো
A. NaCl, MgO
B. CaO, H2O
C. O2, CH4
D. Cl2, H2O
6) 1মিনিট 40 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ?
A. 2%
B. 3%
C. 4%
D. 5%
7) 1/4 এবং 1/36 এর মধ্যসমানুপাতী কত?
A. 1/6
B. 1/8
C. 1/10
D. 1/12
8) আমের মূল্য প্রতি কেজি 20 টাকা থেকে প্রতি কেজি 30 টাকা বর্ধিত করা হলো। বর্ধিত মূল্যের শতকরা হার কত?
A. 10%
B. 12%
C. 15%
D. 18%
9) দুই জন শ্রমিকের দৈনিক মজুরির অনুপাত 4:3 এবং তাদের একজন অপরজনের চেয়ে 9 টাকা বেশি পায়। প্রথম শ্রমিকের দৈনিক মজুরি কত?
A. 24 টাকা
B. 28 টাকা
C. 32 টাকা
D. 36 টাকা
10) বার্ষিক পরীক্ষায় মহুয়া, সুতপার চেয়ে 10% কম নম্বর পেয়ে মোট 81 নম্বর পেল। সুতপা কত নম্বর পেয়েছিল?
A. 85
B. 87
C. 88
D. 90
11) আদিনা মসজিদ কোথায় অবস্থিত?
A. অজন্তা
B. পান্ডুয়া
C. সাঁচি
D. পুরুষপুর
12) নিত্যবহ খাল গুলো বেশির ভাগ কোথায় দেখা যায়?
A. দক্ষিণ ভারতে
B. পূর্ব ভারতে
C. পশ্চিম ভারতে
D. উত্তর ভারতে
13) চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা
A. স্বাভাবিকভাবেই শুনবেন
B. জোরে শুনবেন
C. আস্তে শুনবেন
D. আদৌ শুনতে পাবেন না
14) 1083 ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
A. 2
B. 3
C. 4
D. 5
15) যদি 15, 18, X, 14, 21, 26, 8 এর গড় 16 হয়, তবে X এর মান কত?
A. 9
B. 10
C. 11
D. 12
16) A ও B একত্রে কোন কাজ 12 দিনে করতে পারে। B একা ওই কাজটি 20 দিনে করতে পারে। A একা ঐ কাজ কত দিনে করবে?
A. 15 দিন
B. 18 দিন
C. 20 দিন
D. 25 দিন
17) 180 টাকায় একটি জিনিস বিক্রয় করে 10% ক্ষতি হলো। কত টাকায় ওই জিনিস বিক্রয় করলে 10% লাভ হবে?
A. 210 টাকা
B. 215 টাকা
C. 220 টাকায়
D. 230 টাকা
18) বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয়?
A. 1854
B. 1856
C. 1858
D. 1860
19) ভারতের বৃহত্তম রিভার লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত?
A. মধ্যপ্রদেশ
B. হরিয়ানা
C. পাঞ্জাব
D. হিমাচল প্রদেশ
20) কিলোওয়াট-ঘন্টা দ্বারা কোন ভৌত রাশির পরিমাপ করা হয়?
A. তড়িৎ শক্তি
B. তড়িৎ ক্ষমতা
C. তড়িৎ প্রবাহমাত্রা
D. তড়িৎ বিভব প্রভেদ
21) দুটি সংখ্যার গুনফল 15552 এবং তাদের গসাগু 36; সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো।
A. 428
B. 429
C. 432
D. 434
22) কোন ক্যাম্পে 30 জন ছাত্র ছাত্রীর 18 দিনের খাদ্য মজুদ আছে। আরও 6 জন এসে ক্যাম্পে যোগ দিলো। ওই খাদ্যে কত দিন চলবে?
A. 14 দিন
B. 15 দিন
C. 16 দিন
D. 17 দিন
23) 360 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত?
A. 65 কিমি/ঘন্টা
B. 68 কিমি/ঘন্টা
C. 70 কিমি/ঘন্টা
D. 72 কিমি/ঘন্টা
24) একটি কাপড় 80 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো। কাপড়টির ক্রয় মূল্য কত টাকা?
A. 60 টাকা
B. 62 টাকা
C. 64 টাকা
D. 66 টাকা
25) রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?
A. রাষ্ট্রপতি
B. উপরাষ্ট্রপতি
C. প্রধানমন্ত্রী
D. স্পিকার
26) চাক দে ইন্ডিয়া চলচ্চিত্রে শাহরুখ খান কোন চরিত্রে অভিনয় করেন?
A. শাহরুখ খান
B. কবির খান
C. আরবাজ খান
D. আবু
27) মোহনলাল 675 টাকায় একটি রেডিও কিনে 12% লাভে তা বিক্রয় করল। বিক্রয় মূল্য কত?
A. 750 টাকা
B. 754 টাকা
C. 756 টাকা
D. 700 টাকা
28) চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এক কেজি চায়ের 78 দাম টাকা হলে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল?
A. 50 টাকা
B. 55 টাকা
C. 60 টাকা
D. 65 টাকা
29) ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হল
A. ভেরনাগ
B. সহস্রধারা
C. অনন্তনাগ
D. তাতাপানি
30) খনিজ তেল কোন শিলার তরল রূপ?
A. আগ্নেয় শিলা
B. রূপান্তরিত শিলা
C. পাললিক শিলা
D. চুন শিলা
No comments:
Post a Comment