WB Police SI Armed / Unarmed Important Question Papers. Applicants can check the WB Police SI syllabus and exam pattern for exam. The syllabus and Exam Pattern are the important factors that you need to check before going to start your exam preparation. The WB Police Recruitment Board going to conduct the written test on tentative dates. West Bengal Police has given the employment notification to hire eligible aspirants for Sub Inspector vacancies. Hence, job seekers who wish to work with can make use of previous papers given and start your preparation.
WB Police SI Model Question Papers
1. কিছু পরিমাণ টাকা সরল সুদে 4 বছরে 600 টাকা ও 6 বছরে 650 টাকা হয় বার্ষিক সুদের হার কত?
A. 4%
B. 5%
C. 6%
D. 8%
2. দুটি পৃথক ব্যাংকে 500 টাকা 2 বছরের সরল সুদের পার্থক্য 2.50 টাকা সুদের হারের পার্থক্য কত?
A. 1%
B. 0.75%
C. 0.5%
D. 0.25%
3. 285 কিমি ব্যবধানে দুটি স্টেশন থেকে দুটি ট্রেন সমান্তরাল রেল লাইন বরাবর পরস্পরের অভিমুখে 30 কিমি / ঘন্টা ও 27 কিমি / ঘন্টা বেগে ধাবমান। যাত্রা শুরুর কত সময় পরে তারা মিলিত হবে?
A. 4 ঘণ্টা
B. 5 ঘণ্টা
C. 6 ঘণ্টা
D. 3 ঘণ্টা
4. তিনটি সম আয়তনের পাত্র দুধ ও জলের মিশ্রণ দ্বারা পূর্ণ করা হলো। পাত্র গুলিতে দুধ ও জলের অনুপাত 2:1, 3:1 এবং 3:2। তিনটি পাত্রের মিশ্রণকে একটি বড় পাত্রে ঢালা হলে বড় পাত্রে দুধ ও জলের অনুপাত কত?
A. 121:59
B. 131:49
C. 141:39
D. 111:69
5. 450 টাকায় কিছু সামগ্রী কিনে এক-তৃতীয়াংশ 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বাকি অংশ শতকরা কত লাগে লাভে বিক্রয় করলে মোটের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হবে?
A. 25%
B. 30%
C. 35%
D. 40%
6. এক ব্যক্তি 1350 টাকার বিনিময় দুটি ঘোড়া কিনে 6% ক্ষতিতে এবং অপরটি 7.5% লাভে বিক্রি করলেন। যদি তার মোটের ওপর কোন লাভ বা ক্ষতি না হয়ে থাকে তবে ক্ষতিতে বিক্রয় করার ঘোড়ার ক্রয় মূল্য কত?
A. 650 টাকা
B. 700 টাকা
C. 750 টাকা
D. 800 টাকা
7. 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। মিশ্রণে কত জল যোগ করলে নতুন মিশনে জলের অনুপাত 20% হবে?
A. 10 লিটার
B. 15 লিটার
C. 8 লিটার
D. 5 লিটার
8. A ও B একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে। A একা কাজটি 9 দিনে করতে পারলে B কাজটি কত দিনে করতে পারবে?
A. 18 দিন
B. 16 দিন
C. 15 দিন
D. 12 দিন
9. A একা একটি কাজ 5 দিনে এবং B একা ওই কাজটি 6 দিনে করতে পারে একসঙ্গে শুরু করে। তারা মিলিতভাবে কাজটি কতদিনে শেষ করবে?
A. 2(3/11) দিন
B. 2(6/11) দিন
C. 2(4/11) দিন
D. 2(3/11) দিন
10. B এর সর্বনিম্ন কোন মানের জন্য 1949 2B সংখ্যাটি B দ্বারা বিভাজ্য হবে?
A. 0
B. 1
C. 4
D. 2
11. 50 জন ছাত্রের একটি শ্রেণীতে 30 জন ছাত্রের গড় উচ্চতা 160 সেমি এবং বাকি ছাত্রের গড় উচ্চতা 165 সেমি। শ্রেণির ছাত্রের গড় উচ্চতা কত?
A. 152 সেমি
B. 162 সেমি
C. 164 সেমি
D. 162.5 সেমি
12. একটি শ্রেণীর 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর 5 জন অতিরিক্ত ছাত্র শ্রেণীতে যোগ দিলে শ্রেণি ছাত্রদের গড় বয়স এক বছর বৃদ্ধি পায়। অতিরিক্ত ছাত্রদের গড় বয়স কত?
A. 17 বছর
B. 18 বছর
C. 19 বছর
D. 16 বছর
13. একজন দোকানদার একটি রেডিওর লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পর রেডিওটি বিক্রয় করে 10% লাভ করেন যদি লিখিত মূল্য 330 টাকা হয় তবে রেডিওটির ক্রয় মূল্য?
A. 300 টাকা
B. 290 টাকা
C. 230 টাকা
D. 270 টাকা
14. একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পান। সেই ভোটের 20% অবৈধ ভোট এবং মোট ভোটার সংখ্যা 7500 হলে দ্বিতীয় প্রার্থীর প্রাপ্য বৈধ ভোটের সংখ্যা কত?
A. 2400
B. 2500
C. 2700
D. 2800
15. একজন ভদ্রলোক মোট পথের 2/3 অংশ প্লেনে 1/3 অংশ গাড়িতে এবং বাকি পথ ট্রেনে ভ্রমণ করেন যদি প্লেনে 1200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। তবে ট্রেনে কত দূরত্ব অতিক্রম করেছেন?
A. 700 কিলোমিটার
B. 800 কিলোমিটার
C. 900 কিলোমিটার
D. 600 কিলোমিটার
16. আয়কর সীমা 18000 টাকা, 25000 টাকা পর্যন্ত আয়ের উপর আয়করের শতকরা হার 25%। যে ব্যক্তির আয় 30000 টাকা তিনি কত টাকা আয়কর দেবেন?
A. 5000
B. 4000
C. 3000
D. 2000
17. রমেশ তার আয়ের 15 পার্সেন্ট ব্যাংকে জমা রাখেন অবশিষ্ট টাকার 30 পার্সেন্ট মুদিখানার দোকানে দেওয়াতে তার হাতে 2380 টাকা থাকে রমেশের আয় কত?
A. 4000
B. 3000
C. 5000
D. 3500
18. একজন পেয়ারা বিক্রেতা প্রতি ডজন পেয়ারা 10 টাকায় কিনে প্রতি 10 টি পেয়ারা 12 টাকায় বিক্রয় করে তার লাভের শতকরা হার কত?
A. 45%
B. 33%
C. 44%
D. 15%
19. একজন বিক্রেতা 2 টাকা প্রতি কিলোগ্রাম দরের 26 কিলো লবণের সঙ্গে 3.60টাকা প্রতি কিলোগ্রাম দরের 30 কিলো লবণ মিশ্রিত করে তিন টাকা প্রতি কিলোগ্রাম ধরে বিক্রয় করেন। এই প্রক্রিয়ায় লাভের শতকরা হার কত?
A. 8%
B. 7%
C. 6%
D. 5%
20. কোন আকরিকের 26% তামা আছে 91 কিলোগ্রাম তামা পাওয়ার জন্য কতো আকরিকের প্রয়োজন হবে?
A. 450 কিলো
B. 400 কিলো
C. 350 কিলো
D. 300 কিলো
No comments:
Post a Comment