WB Police Constable Male Previous Question Papers

WB Police Constable Male Previous Question
WB Police Constable Male previous papers are available here to download. This is the good news for the candidates who are preparing for West Bengal Police Constable Male posts. Aspirants can download WB Police Constable Male Model Papers pdf through online mode. Applicants who are preparing for West Bengal Police Constable Male written exam can download WB Police Sample questions from our website for free. 

Aspirants who are seeking for West Bengal Police Constable Male Sample Question Papers, for those candidates our site is the useful platform to get West Bengal Police Constable Male Exam Model Test Papers. With this WB Police Constable Male Previous Papers, candidates can easily prepare for the exam. You can check these West Bengal Police Practice Paper and get an idea about model questions given in the written test.


1. বিপরীত শব্দ লেখ - অগ
A. পশ্চাৎ
B. সামনে
C. পেছনে
D. এর কোনোটিই নয়

2. পদ পরিবর্তন করো - দুঃখ
A. দুঃখময়
B. দুঃখিত
C. দুঃখি
D. এর কোনোটিই নয়

3. নিঃ + শব্দ শব্দের সন্ধিপদ হলো
A. নিশব্দ
B. নিরশব্দ
C. নিঃশব্দ
D. এর কোনোটিই নয়

4. কপাল এর সমার্থক শব্দ হলো
A. নিয়তি
B. বরাঙ্গ
C. আলোক
D. কপোনা

5. মোহিতলাল মজুমদার কোন ছদ্মনাম ব্যবহার করেছিলেন?
A. শংকর
B. চাণক্য সেন
C. সত্য সুন্দর দাস
D. সুনন্দ

6. পুতুল নাচের ইতিকথা কার রচনা?
A. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C. মানিক বন্দ্যোপাধ্যায়
D. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

7. বীরবল কার ছদ্মনাম?
A. সুভাষ মুখোপাধ্যায়
B. সুধীন্দ্রনাথ দত্ত
C. বীরেন্দ্র চট্টোপাধ্যায়
D. প্রমথ চৌধুরী

8. এসেছে শরৎ হিমের পরশ কার রচনা?
A. সুকুমার রায়
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. সুনির্মল বসু
D. সত্যজিৎ রায়

9. লিঙ্গ পরিবর্তন করো - পিতা
A. মাতা
B. মা
C. ভাই
D. বোন

10. বাক্যের মধ্যে থাকা দুটি অংশ হলো
A. প্রত্যয় ও বিভক্তি
B. উদ্দেশ্য ও বিধেয়
C. সকর্মক ও অকর্মক
D. উপসর্গ ও অনুসর্গ

11. ছত্রিশগড়ের রাজধানীর নাম কি?
A. রায়পুর
B. পাটনা
C. দেরাদুন
D. লখনউ

12. কোন সময় থেকে ভারতে স্টিম ইঞ্জিন উৎপাদন বন্ধ হয়ে যায়?
A. ১৯৭০
B. ১৯৭২
C. ১৯৭৫
D. ১৯৮০

13. ভারতের রেলপথ প্রথম বিদ্যুৎ চালিত হয় -
A. দিল্লি আগ্রা
B. কলকাতা পাটনা
C. বোম্বে পুনে
D. কোনোটিই নয়

14. মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ করেন কে?
A. রাষ্ট্রপতি
B. প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি
C. উপরাষ্ট্রপতি
D. রাজ্যপাল

15. নষ্টনীড় গল্পের লেখক কে?
A. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. কাজী নজরুল ইসলাম
D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

16. হাসান মহাকাশ গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
A. মহারাষ্ট্র
B. কর্ণাটক
C. চেন্নাই
D. তামিলনাড়ু

17. বর্তমান ভারতে কতগুলি ভাষা প্রচলিত?
A. ১২৫
B. ২০০
C. ২২৫
D. ৩০০

18. ঔরঙ্গজেবের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়?
A. ১৭০০
B. ১৭০৭
C. ১৮৫৬
D. ১৮২৭

19. যে ধাতুকল্পের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয় তার নাম কি?
A. আর্সেনিক
B. আন্টিমনি
C. বিসমাথ
D. এর কোনোটিই নয়

20. উপ রাষ্ট্রপতি পদের প্রার্থীর বয়স অন্তত কত হওয়া চাই?
A. ৩০ বছর
B. ৩৫ বছর
C. ৪০ বছর
D. ২৫ বছর

No comments: