ICDS Supervisor Previous Year Question
1) একটি ছবিতে একজন ভদ্রলোক কে দেখিয়ে আশা বলল “ওর মায়ের একমাত্র মেয়ে আমার মা”। ভদ্রলোকের সঙ্গে আশার সম্পর্ক কি?
A. মামা
B. বোন
C. স্ত্রী
D. নাতনি
2) বন্যা, আগুন ও সাইক্লোনের সঙ্গে কিসের সামঞ্জস্য আছে?
A. ক্ষতি
B. ভূমিকম্প
C. বৃষ্টি
D. দুর্ঘটনা
3) একটি মেয়েকে দেখিয়ে অঙ্কুর বলল “ও আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে”। অঙ্কুরের স্ত্রীর সঙ্গে ওই মেয়েটির সম্পর্ক কি?
A. মেয়ে
B. মা
C. কাকিমা
D. বোন
4) একটি মেয়েদের সারিতে রুবিনা বাঁ দিক থেকে 15 তম স্থানে আছে এবং মোহিনী ডান দিক থেকে 18 তম স্থানে আছে।যদি তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাহলে মোহিনী ডান দিক থেকে 25 তম স্থানে থাকে।সারিতে কতজন মেয়ে আছে?
A. 33
B. 48
C. 47
D. কোনোটিই নয়
5) বৃষ্টি যদি জল হয়, জল যদি রাস্তা হয়, রাস্তা যদি মেঘ হয়, মেঘ যদি আকাশ হয়, আকাশ যদি সমুদ্র হয়, সমুদ্র যদি রাস্তা হয়, তাহলে এরোপ্লেন কোথায় ওড়ে?
A. রাস্তা
B. সমুদ্র
C. মেঘ
D. জল
6) A, B এর বোন; C, B এর মা; D, C এর বাবা; E, D এর মা; তাহলে A এর সঙ্গে D এর সম্পর্ক কি?
A. ঠাকুরমা
B. দাদু
C. মেয়ে
D. নাতনি
7) 2007 সালের পহেলা জানুয়ারি সোমবার হলে ওই বছরের 31 শে জানুয়ারি কি বার হবে?
A. মঙ্গলবার
B. বুধবার
C. সোমবার
D. বৃহস্পতিবার
8) এর মধ্যে কোনটি সঠিক নয়?
A. ব্রোমিন
B. মার্কারি
C. কপার
D. সিলভার
9) সমুদ্র : জল : হিমবাহ : ?
A. ফ্রিজ
B. বরফ
C. পাহাড়
D. গুহা
10) যদি আগামীকাল সোমবার হয়, তাহলে গতকাল কি বার ছিল?
A. শনিবার
B. শুক্রবার
C. বুধবার
D. বৃহস্পতিবার
11) ফিজিক্স এর সঙ্গে যদি বায়োলজি সম্পর্ক থাকে তাহলে মেটাফিজিক্স এর সঙ্গে কিসের সম্পর্ক আছে?
A. ফিজিক্স
B. স্ট্যাটিসটিকস
C. ম্যাথমেটিক্স
D. ফিলোজফি
12) মহেশ, সমীর ও জয়ন্তর থেকে বড়। নবীন সমীরের থেকে বড় কিন্তু জেকবের থেকে ছোট। জয়ন্ত জেকবের থেকে বড়। এর মধ্যে কে বড়?
A. জয়ন্ত
B. জেকব
C. নবীন
D. মহেশ
13) একটি পেনের উপর 15% ছাড় দিলে যে দাম হয়, আরেকটি পেনের উপর 20% ছাড় দিলে সেই একই দাম হয়। পেন দুটির ক্রয় মূল্য কত টাকা?
A. 55; 35
B. 60; 30
C. 70; 40
D. 80; 60
14) কোন শহরের লোকসংখ্যা 8000। কোন বছরে ওই শহরে পুরুষ জনসংখ্যা 10% বাড়ে ও স্ত্রী জনসংখ্যা 8% বাড়ে কিন্তু পুরো জনসংখ্যা 9% বাড়ে। এই শহরে পুরুষের সংখ্যা কতজন?
A. 4000
B. 4200
C. 4400
D. 4550
15) A কোন কাজের 4/5 অংশ 20 দিনে ও B এর সাহায্যে বাকি কাজ 3 দিনে শেষ করে। B একা কাজটি কতদিনে করবে?
A. 36
B. 36.5
C. 37
D. 37.5
16) এক দোকানদার 36টি পেনের এর বাজার মূল্য দিয়ে 40টি পেন কিনেন। তিনি প্রতিটি পেন 1% হারে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
A. 10
B. 13
C. 13.5
D. 15
17) 60 লিটার দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে আর কত লিটার জল মিশালে অনুপাত হবে 1:2?
A. 55
B. 60
C. 65
D. 70
18) একটি ফ্রিজের দাম 4000 টাকা। কিন্তু অফ সিজনে 5% দাম কমে। এখন বিক্রয় মূল্য কত?
A. 2500
B. 3500
C. 3800
D. 4200
19) একটি ক্লাসের 40 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্রের গড় উচ্চতা 160 সেমি এবং অবশিষ্ট ছাত্রের গড় উচ্চতা 156 সেমি। ওই ক্লাসে সকল ছাত্রের মোট গড় কত?
A. 158.5
B. 158
C. 159
D. 159.5
No comments:
Post a Comment